উইন্ডোজ ৮ এ অনেক নতুন নতুন ফিচার আছে যার মধ্যে স্টার্ট স্ক্রীনে টাইল।যার মাধ্যমে আপনি খুব সহজেই স্টার্ট স্ক্রীন থেকে বিভিন্ন প্রগ্রামে প্রবেশ করতে পারেন।কিন্তু দুঃখের বিষয় হল এখানে নতুন করে টাইল যুক্ত করার অপশন নেই।ইতিমধ্যেই অনেকগুলো অ্যাপলিকেশন বের হয়েছে নতুন টাইল যুক্ত করার জন্য।এর মধ্যে OblyTile আমাদের কাছে বেশ ভাল মনে হয়েছে।তাহলে দেখে নেওয়া যাক ,OblyTile এর মাধ্যমে উইন্ডোজ ৮ এ কিভাবে নতুন কাস্টম টাইল যুক্ত করা যায়।
কাস্টম টাইল কেন যুক্ত করবেন?
নতুন টাইল যুক্ত করার মাধ্যমে আপনি যে কোন ফাইল,ফোল্ডার এবং ওয়েব এ্যড্রেস স্টার্ট স্ক্রীনে রেখে দিতে পারবেন।এর ফলে আপনাকে বার বার বিভিন্ন ফাইল অপেন করতে হবে না।
কিভাবে যুক্ত করবেন?
প্রথমে OblyTile ডাউনলোড করে নিন।
ইনস্টল করে নিন।
অপেন করুন।
ক্লিক করুন “Wrench” টপ রাইট কর্নার।
এখান থেকে আপনার সুবিধা মত সিলেক্ট করে নিন।
এর পর টাইটেল নেম দিন।প্রগ্রাম পাথ থেকে সিলেক্ট করে দিন আপনি কোন ফাইল,ফোল্ডার বা ওয়েব এ্যড্রেস ।
এবার ইমেজ অপশন থেকে ইমেজ সিলেক্ট করুন।ইমেজের সাইজ ১২০ এবং ১২০ হলে ভাল দেখাবে।
ব্যাক গ্রাউন্ড ইমেজ দিন।
এবার টাইল সেটিং থেকে সিলেক্ট করুন।আপনি এটাকে এ্যডমিনিস্টেটর হিসাবে চালাতে পারেন।
সব শেষে “Create tile”
এখন আপনার স্টার্ট স্ক্রীনে যান এবং আপনার নতুন টাইল ব্যাবহার করার উপযোগী হয়েছে।
ফোল্ডার আইকনে ক্লিক করলে, OblyTile এর ম্যানেজার আসবে।এর মাধ্যমে আপনার বানানো সকল টাইল এর তথ্য থাকবে।এর মাধ্যমে আপনি কোন টাইল এডিট,রিমোভ করতে পারবেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন