৩.৩.১৩

স্কাইপিতে এবার ফেস মেইল

ভয়েস মেইল জনপ্রিয়তা হারানোর পর সাম্প্রতিক বছর গুলোতে টেক্সট মেইল সেই স্থান দখল করে।আর এখন মাইক্রসফট ভাবছে  স্লাইপি এর মাধ্যমে মোবাইল ব্যাবহারকারীদের ফেস মেইল বা ভিডিও মেইল সেবা দেবার জন্য।



গত শুক্রবার মাইক্রসফট ঘোষনা দেয় যে,স্কাইপি ব্যাবহারকারীরা এখন থেকে ভিডিও মেইল পাঠাতে পারবে আই পি এড্রেসের মাধ্যমে ।

এখানে ডেক্সটপ এবং স্মার্টফোন ব্যাবহারকারীদের মধ্যে কিছুটা পার্থক্য থাকবে।ডেক্সটপ বা উইন্ডোজ ব্যাবহারকারীরা ভিডিও ক্লিপ এর বদলে একটা লিঙ্ক পাবে কিন্তু এ্যন্ড্রয়েড, আই ও এস এমন কি ম্যাক ব্যাবহারকারীরা ভিডিও ম্যাসেজটি তাদের ইনবক্সে পাবেন।

এজন্য সকল স্কাইপি ব্যাবহারকারী্দের নতুন সফটওয়ার আপডেট থাকতে হবে।মাইক্রসফট মূলত আমাদের গতানুগতিক ভয়েস এবং টেক্সট মেইলের মধ্যে পরিবর্তনের আনার চেস্টা করছে।

স্কাইপি ভিডিও ম্যাসেজে আরো সুবিধা হল অফলাইনেও এটার মাধ্যমে আপনি যোগাযোগ রাখতে পারবেন।

ইমেইলের মাধ্যমে প্রতিদিনের আপডেট নিন

Follow us!

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার বন্ধুকে জানান

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More