সবাই তো ফেসবুক ব্যাবহার করেন তাই না।আপনার এই প্রিয় সোসাল মিডিয়া সাইটে তাড়াতাড়িই বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে।আর এই পরিবর্তনটা যতসম্ভব অত্যন্ত জনপ্রিয় ফেসবুক নিউজ ফিডে।
গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ফেসবুক এবং সাংবাদিকদের সাথে তাদের এই নতুন ডিজাইন সম্পর্কে পর্যালোচোনা করতে বলা হয়।দীর্ঘ ১৮ মাস পরে ফেসবুকে এমন বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে।
ফেসবুকের নিউজ ফিড হতে এত দিন ব্যাবহারকারীর বিভিন্ন বন্ধুর পাঠান বার্তা চলমান ভাবে দেখা যেত।কিন্তু এখন থেকে ব্যাবহারকারী ইচ্ছা করলেই ঠিক করতে পারবে সে কোন ধরনের নিউজ তার ব্রাউজারে দেখতে চাই বা চাই না।
এবছরই ফেসবুক অবশ্য নতুন সোসাল সার্চ (গ্রাফ সার্চ) ফিচারটি চালু করে।
বিশেষ ভাবে গুরুত্ব দেওয়া হয়েছে ছবি এবং ভিডিও দেখার জন্য ।তাদের মতে এই পরিবর্তনের মধ্য দিয়ে ব্যাবহারকারীরা আরো বেশি সময় ফেসবুকের পেছনে ব্যায় করবে।
ফেসবুকে আমরা যে বিজ্ঞাপন দেখি সেখানেও কিছু পরিবর্তন আনার কথা বলা হয়েছে।তাদের বিজ্ঞাপনের জন্য আরো বড় ছবি এবং ভিডিও ব্যাবহার করা হবে।
ফেসবুকের সি ই ও মার্ক জুকারবার্গ আরো বলেন,বিজ্ঞাপনের পরিবর্তন এবং ডিজাইনের পরিবর্তন একসাথে আনা হবে যেন ব্যাবহারকারী বিজ্ঞাপন এবন বন্ধু এর মধ্যে পার্থক্য না করতে পারে।
ফেসবুক গত সপ্তাহ তে মাইক্রসফট এর কাছ থেকে অ্যাটলাস নামে একটা সফটওয়ার কেনে যা তাদের বিজ্ঞাপনদাতেদের বিজ্ঞাপনের পপুলারিটি সম্পর্কে জানাবে।
আপনার কি মনে হয় ফেসবুকের এই পরিবর্তন সম্পর্কে?
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন