আশা করি ভাল আছেন।অফপেজ অপটিমাইজেশন এর কথা বলতে গেলে প্রথমেই ব্যাক লিঙ্ক এর কথা চলে আসে।আমরা কখন ও ব্যাক লিঙ্ক নিয়ে বেশি মাথা ঘামায় না ।কারন,ভাল কনটেন্ট না থাকলে হাজার ব্যাক্ লিঙ্ক দিয়েও কিছু হবে না।তাই কোয়ালিটি কনটেন্টের প্রতি বেশি গুরুত্ব দেওয়া উচিৎ।
ব্যাক লিঙ্ক হল অন্য কোন সাইটের পেজ হতে আপনার সাইটে ইনকামিং লিঙ্ক।ব্যাক লিঙ্ক ২ প্রকার।ডুফলো যা সার্চ ইঞ্জিন ক্রল করতে পারে এবং নোফলো যা সার্চ ইঞ্জিন ক্রল করে না।এটি ২টি ভিন্ন ট্যাগের মাধ্যমে করা হয়।ডুফলো লিঙ্কের বেশি দাম দেওয়া হয় নোফলো লিঙ্ক হতে।যেমন, বেশির ভাগ সোসাল মিডিয়া সাইটে নোফলো লিঙ্ক দেওয়া থাকে।
এখন কথা হল আপনি কেন ব্যাক লিঙ্ক তৈরি করবেন?
ব্যাক লিঙ্ককে গুগল পেজ র্যাঙ্ক বাড়ানোর প্রধান হাতিয়ার ধরা হয়।যদিও গুগল তাদের এই পেজ র্যাঙ্ক এর এলগরিদম গোপন রেখেছে।তবুও বড় বড় এস ই ও এক্সপার্টরা এটাই বলেন।এখন এই গুগল পেজ র্যাঙ্ক বাড়ার সাথে সাথে সার্চ ইঞ্জিনে আপনার র্যাঙ্ক বারতে থাকবে।গুগলের পেজ র্যাঙ্ক ধরা হয় ০-১০ এর মধ্যে।এই পেজ র্যাঙ্ক বাড়ানোর জন্য অনেক গুলো ফ্যাক্টর কাজ করে।
কিভাবে ব্যাক লিঙ্ক তৈ্রী করবেন?
ব্যাক লিঙ্ক তৈ্রী করার জন্য নিচের বিষয় গুলো প্রায় বিভিন্ন ব্লগে,ফোরামে দেখা যায় তবে আমাদের কাছে কোন প্রমান নেই।
১।ব্যাক লিঙ্ক শুধু মাত্র রিলেটেড সাইট থেকে নিতে হবে
২।নোফলো হতে দুফলো ব্যাক লিঙ্কের গুরুত্ব বেশি
৩।অল্প সময়ের মধ্যে অনেক ব্যাক লিঙ্ক তৈ্রী করলে স্পাম হিসাবে ধরা হতে পারে।
৪।একই সাইট হতে অনেক ব্যাক লিঙ্ক বা শুধূ ১-২ টা সাইট হতে ব্যাক লিঙ্ক থাকলে পেজ র্যাঙ্ক বারে না।
৫।.edu ,.com ,.gov ইত্যাদি সাইট হতে ব্যাক লিঙ্কের অনেক দাম ইত্যাদি।
এখন কয়েকটা সহজ উপায় বলব যার মাধ্যমে আপনি কিছু ব্যাক লিঙ্ক তৈ্রি করতে পারবেনঃ
১।ব্লগে কমেন্ট করেঃসবচেয়ে সহজ ,বেশি ব্যাবহৃত এবং সবচেয়ে বেশি স্পাম হয়।
২।প্রফাইল বানিয়ে ব্যাক লিঙ্ক তৈ্রি করা যেতে পারে।যেমনঃগুগল,হাব পেজ,একাডেমিয়া ইত্যাদি।
৩।গেস্ট পোস্ট সাবমিট করে
৪।ডকুমেন্ট শেয়ার করে
৫।লিঙ্ক এক্সচেঞ্জ
৬।ফ্রী পেজ বানিয়ে
এছাড়া আরো যত পথ আছে ব্যাক লিঙ্ক তৈ্রির তা দেখলে আপনার ব্যাক লিঙ্ক তৈ্রির মানসিকতায় হারিয়ে যাবে।তাই সবচেয়ে সহজ পথ গুলো লিখলাম।এই পথ গুলো নিয়ে আমাদের পরবর্তি টেকে পর্যায়ক্রমে আলোচোনা হবে।
পরবর্তি টিউটোরিয়াল
ধন্যবাদ।
ব্যাক লিঙ্ক হল অন্য কোন সাইটের পেজ হতে আপনার সাইটে ইনকামিং লিঙ্ক।ব্যাক লিঙ্ক ২ প্রকার।ডুফলো যা সার্চ ইঞ্জিন ক্রল করতে পারে এবং নোফলো যা সার্চ ইঞ্জিন ক্রল করে না।এটি ২টি ভিন্ন ট্যাগের মাধ্যমে করা হয়।ডুফলো লিঙ্কের বেশি দাম দেওয়া হয় নোফলো লিঙ্ক হতে।যেমন, বেশির ভাগ সোসাল মিডিয়া সাইটে নোফলো লিঙ্ক দেওয়া থাকে।
এখন কথা হল আপনি কেন ব্যাক লিঙ্ক তৈরি করবেন?
ব্যাক লিঙ্ককে গুগল পেজ র্যাঙ্ক বাড়ানোর প্রধান হাতিয়ার ধরা হয়।যদিও গুগল তাদের এই পেজ র্যাঙ্ক এর এলগরিদম গোপন রেখেছে।তবুও বড় বড় এস ই ও এক্সপার্টরা এটাই বলেন।এখন এই গুগল পেজ র্যাঙ্ক বাড়ার সাথে সাথে সার্চ ইঞ্জিনে আপনার র্যাঙ্ক বারতে থাকবে।গুগলের পেজ র্যাঙ্ক ধরা হয় ০-১০ এর মধ্যে।এই পেজ র্যাঙ্ক বাড়ানোর জন্য অনেক গুলো ফ্যাক্টর কাজ করে।
কিভাবে ব্যাক লিঙ্ক তৈ্রী করবেন?
ব্যাক লিঙ্ক তৈ্রী করার জন্য নিচের বিষয় গুলো প্রায় বিভিন্ন ব্লগে,ফোরামে দেখা যায় তবে আমাদের কাছে কোন প্রমান নেই।
১।ব্যাক লিঙ্ক শুধু মাত্র রিলেটেড সাইট থেকে নিতে হবে
২।নোফলো হতে দুফলো ব্যাক লিঙ্কের গুরুত্ব বেশি
৩।অল্প সময়ের মধ্যে অনেক ব্যাক লিঙ্ক তৈ্রী করলে স্পাম হিসাবে ধরা হতে পারে।
৪।একই সাইট হতে অনেক ব্যাক লিঙ্ক বা শুধূ ১-২ টা সাইট হতে ব্যাক লিঙ্ক থাকলে পেজ র্যাঙ্ক বারে না।
৫।.edu ,.com ,.gov ইত্যাদি সাইট হতে ব্যাক লিঙ্কের অনেক দাম ইত্যাদি।
এখন কয়েকটা সহজ উপায় বলব যার মাধ্যমে আপনি কিছু ব্যাক লিঙ্ক তৈ্রি করতে পারবেনঃ
১।ব্লগে কমেন্ট করেঃসবচেয়ে সহজ ,বেশি ব্যাবহৃত এবং সবচেয়ে বেশি স্পাম হয়।
২।প্রফাইল বানিয়ে ব্যাক লিঙ্ক তৈ্রি করা যেতে পারে।যেমনঃগুগল,হাব পেজ,একাডেমিয়া ইত্যাদি।
৩।গেস্ট পোস্ট সাবমিট করে
৪।ডকুমেন্ট শেয়ার করে
৫।লিঙ্ক এক্সচেঞ্জ
৬।ফ্রী পেজ বানিয়ে
এছাড়া আরো যত পথ আছে ব্যাক লিঙ্ক তৈ্রির তা দেখলে আপনার ব্যাক লিঙ্ক তৈ্রির মানসিকতায় হারিয়ে যাবে।তাই সবচেয়ে সহজ পথ গুলো লিখলাম।এই পথ গুলো নিয়ে আমাদের পরবর্তি টেকে পর্যায়ক্রমে আলোচোনা হবে।
পরবর্তি টিউটোরিয়াল
ধন্যবাদ।
2 মন্তব্য(গুলি):
ভালো লাগলো । তবে আারো ডিটেইলস জানালে ভালো হত। তারপরও অনেক ভালো লাগলো।
Touhid
ভাইয়া ডিটেইলস পরবর্তি টিউটোরিয়ালে দেওয়া হবে।
একটি মন্তব্য পোস্ট করুন