২.৩.১৩

রবির ডাবল বোনাস অফার এখনি নিয়ে নিন

রবির গ্রাহকদের জন্য দারুন অফার আনল রবি।এখন ৫৩ টাকা রিচার্জ করে সাথে সাথে নিয়ে নিন ২৩ মিনিট টক টাইম,২৩ টি এস এম এস এবং ২৩ টি এম এম এস।ব্যাবহারের পর আবার পাবেন ২৩ মিনিট টক টাইম,২৩ টি এস এম এস এবং ২৩ টি এম এম এস।









দ্বিগুণ বোনাস অফার: রিচার্জ বোনাস + ব্যবহার বোনাস


  • একবার রিচার্জ করেই উপভোগ করুন রিচার্জ বোনাস ও ব্যবহার বোনাস ।
  • উদ্যোক্তা, ইজিলোড ও কর্পোরেট বাদে যে কোন প্রিপেইড গ্রাহক এই অফারটি পেতে পারেন।
গ্রাহকের মূল্যবান প্রাপ্তি
১. রবি’র এই অফারে গ্রাহক একবার রিচার্জ করলে পাবেন রিচার্জ বোনাস ও ব্যবহার বোনাস।
২. বাংলাদেশে এই প্রথম গ্রাহক একইসাথে রিচার্জ বোনাস ও গ্রাহক বোনাস পাচ্ছেন।
৩. নিবন্ধন প্রক্রিয়ায় কোন জটিলতা নেই।

দ্বিগুণ জাম্বো বোনাস অফার: ৫৩ টাকা রিচার্জে ৫৩ টাকার ব্যবহার

১. ৫৩ টাকার তাৎক্ষণিক রিচার্জ বোনাস: ২৩ মিনিট (রবি-রবি), ২৩ মিনিট (লোকাল), ২৩টি এমএমএস।
২. ৫৩ টাকার মেয়াদোত্তীর্ণ ব্যবহার বোনাস: ২৩ মিনিট (রবি-রবি), ২৩ মিনিট (লোকাল), ২৩টি এমএমএস।
৩. ব্যবহার বোনাসের জন্যে উপযুক্ত হতে হলে প্রথমে গ্রাহককে ৫৩ টাকা রিচার্জ করতে হবে।
৪. এরপরে গ্রাহককে ২ ক্যালেন্ডার দিনের মধ্যে ভয়েস কলের মাধ্যমে ৫৩ টাকা ব্যবহার করতে হবে।
৫. এই ৫৩ টাকা রিচার্জের সময় থেকে ব্যবহার বোনাস হিসেব করা হবে।
৬. তৃতীয় ক্যালেন্ডার দিনে ০০:০০:০০ ঘন্টার মধ্যে ব্যবহার বোনাস শেষ করতে হবে।
৭. ব্যবহার বোনাস চেক করতে *৪৪৪*৫৩# ডায়াল করতে হবে।

দ্বিগুণ মিনি বোনাস অফার: ২৩ টাকা রিচার্জে ২৩ টাকার ব্যবহার

১. ২৩ টাকার তাৎক্ষণিক রিচার্জ বোনাস: ৫ মিনিট (রবি-রবি), ৫ মিনিট (লোকাল), ৫টি এমএমএস।
২. ২৩ টাকার মেয়াদোত্তীর্ণ ব্যবহার বোনাস: ৫ মিনিট (রবি-রবি), ৫ মিনিট (লোকাল), ৫টি এমএমএস।
৩. ব্যবহার বোনাসের জন্যে উপযুক্ত হতে হলে প্রথমে গ্রাহককে ২৩ টাকা রিচার্জ করতে হবে।
৪. এরপরে গ্রাহককে ২ ক্যালেন্ডার দিনের মধ্যে ভয়েস কলের মাধ্যমে ২৩ টাকা ব্যবহার করতে হবে।
৫. এই ২৩ টাকা রিচার্জের সময় থেকে ব্যবহার বোনাস হিসেব করা হবে।
৬. তৃতীয় ক্যালেন্ডার দিনে ০০:০০:০০ ঘন্টার মধ্যে ব্যবহার বোনাস শেষ করতে হবে।
৭. ব্যবহার বোনাস চেক করতে *৪৪৪*২৩# ডায়াল করতে হবে।

বোনাস ব্যবহার, মেয়াদ ও কোয়েরি

১. বোনাস মিনিট ব্যবহার ও সময়-
(নিচের প্যাকেজগুলো বাদে) সকল প্রিপেইড প্যাকেজ: ০০:০০:০০ ঘন্টা থেকে ১৬:৫৯:৫৯ ঘন্টা (রবি-রবি)।
নবান্ন ৩৭: ৮:০০:০০ ঘন্টা থেকে ১৬:৫৯:৫৯ ঘন্টা (রবি-রবি)।
রবি ক্লাব ৩৪: ১৮:০০:০০ ঘন্টা থেকে ২৩:৫৯:৫৯ ঘন্টা (রবি-রবি)।
হুটহাট চমক ৩২: ০০:০০:০০ ঘন্টা থেকে ২৩:৫৯:৫৯ ঘন্টা (রবি এফএনএফ)।
২. বোনাস মেয়াদ: বোনাস পাওয়ার সময় থেকে ২ ক্যালেন্ডার দিন।
৩. বোনাস চেক: বিনামূল্যে *২২২*৩# (মিনিট), *২২২*১২# (এসএমএস), *২২২*১৩# (এমএমএস)।
৪. হুটহাট চমক ৩২, ফিরে আসা নভেম্বর ’১২ ও ফিরে আসা ফেব্রুয়ারি ’১৩ বাদে সকল প্রিপেইড প্যাকেজের প্রিয় ও রবি এফএনএফ নম্বরে এই বোনাস ব্যবহার করা যাবে না।

দ্রষ্টব্য:

১. বোনাস মিনিট ট্রান্সফার করা যাবে না।
২. ক্যাম্পেইন সময়ে ৫৩ টাকা ও ২৩ টাকা ট্রান্সফার ও ব্যালান্স রিকোয়েস্ট বন্ধ থাকবে।
৩. ১টি ক্যালেন্ডার দিনে অর্থাৎ ০০:০০:০০ ঘন্টা থেকে ২৩:৫৯:৫৯ ঘন্টার মধ্যে কেবল একবার ৫৩ টাকা ও ২৩ টাকার রিচার্জ বোনাস পাওয়া যাবে।
৪. মাইগ্রেশন করলে গ্রাহককে দ্বিগুণ বোনাস অফার পেতে হলে আবার ৫৩/২৩ টাকা রিচার্জ করতে হবে।
৫. গ্রাহক যদি একই দিনে ৫৩ টাকা ও ২৩ টাকা উভয়ই রিচার্জ করে তবে তিনি উভয় রিচার্জ বোনাসই পাবেন, অর্থাৎ দ্বিগুণ জাম্বো অফার ও দ্বিগুণ মিনি অফার।
৬. ব্যবহার বোনাস অব্যাহত রাখতে হলে গ্রাহককে প্রতি তিন ক্যালেন্ডার দিনে ৫৩/২৩ টাকা রিচার্জ করতে হবে। 



আপনি যদি আরো জানতে চান 

ইমেইলের মাধ্যমে প্রতিদিনের আপডেট নিন

Follow us!

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার বন্ধুকে জানান

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More