আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ওয়েব ডিজাইন শিখতে চান কিন্তু বুঝতে পারছেন না কোথা থেকে শুরু করবেন বা কোথায় শিখবেন।আপনি যদি ওয়েব ডিজাইন ডিজাইন শিখতে চান তাহলে ইন্টারনেট হতে পারে আপনার জন্য সবচেয়ে বড় বন্ধু।আজ আমরা আপনাদের সাথে কয়েকটা সাইট নিয়ে আলোচোনা করব যে সাইট গুলো থেকে আপনি ওয়েব ডিজাইন শিখতে পারবেন।
আমাদের দেশে ইতিমধ্যেই কিছু কিছু সাইট বা প্রতিষ্ঠান আছে যারা বিশ্বমানের ওয়েব ডিজাইন প্রশিক্ষন দিয়ে আসছেন।আপনাকে একজন দক্ষ ওয়েব ডিজাইন হতে হলে এসবের পাশাপাশি বাইরের সাইট গুলো দেখতে হবে।চলুন তাহলে পরিচিত হওয়া যাক এসব সাইট গুলোর সাথে।
তার আগে একটা কথে বলে রাখি।ওয়েব ডিজাইন শেখার পাশাপাশি বা আগে আপনার ফটোশপ ভাল ভাবে শিখতে হবে যা আপনার ডিজাইনের জন্য খুব ই জরুরী।
একজন দক্ষ ওয়েব ডিজাইনার হতে হলে আপনাকে পর্যায়ক্রমে নিম্নোক্ত প্রগ্রামিং ভাষা গুলো শিখতে হবে
১।html
২।CSS
৩।Java script
৪।iQuery
৫।SQL
৬।PHP
বাংলা সাইটঃ
Webcoachbd.com :
সাইটটিতে প্রত্যেকটি প্রগ্রামিং ভাষা পর্যায়ক্রমে টিউটোরিয়াল আকারে দেওগা আছে যা আপনি খুব সহজেই বুঝতে পারবেন।তাদের একটি ফোরাম আছে যেখানে আপনি আপনার সমিওস্যা নিয়ে আলোচোনা করতে পারেন।কোড এডিটর প্যানেলও আছে এখানে।
designer.webcraftbd.com:
সাইটটিতে মুলত ফটোশপের উপরে বিভিন্ন টিউটোরিয়াল দেওয়া আছে।
Alhera multymedia
আপনি যদি সিডি কিনে ওয়েব ডিজাইন শিখতা চান তাহলে Alhera multymedia এর সিডি গুলো সমগ্রহ করতে পারেন।তাদের টিউটোরিয়াল গুলো অসাধারণ।
বাইরের সাইট
W3 school:
ওয়েব ডিজাইনে W3 school এর কোন তুলনা হয় না এবং এটি বিশ্বব্যাপি সমাদৃত।তাদের একটি শক্তিশালী এডিটর প্যানেল এবং ফোরাম আছে।এমন কি এখানে পরীক্ষয়া দিয়ে সাটিফিকেট পর্যন্ত পাওয়া যায়।
Quackit.com
কেন জানি এই সাইটটি আমাদের বেশি ভাল লাগে।টিউটোরিয়াল গুলো বেশ সাধারণ ভাবে দেওয়া আছে।
এছাড়াও ওয়েব ডিজাইন শেখার হাজার হাজার সাইট আছে কিন্তু আমাদের মনে হয় প্রাথমিক ভাবে এই সাইট গুলো থেকেই শেখা ভাল হমে।তারপর ও আপনি যদি কোন সাইট যানেন অবশ্যই নিচে মন্তব্য করে আমাদেরকে জানিয়া দিন।আর আপনি ইছা করলেই এই সাইটের একজন সম্মানিত লেখল হতে পারেন।এই সাইটের এ্যথর হতে হলে এখানে ক্লিক করুন।
ধন্যবাদ।
আমাদের দেশে ইতিমধ্যেই কিছু কিছু সাইট বা প্রতিষ্ঠান আছে যারা বিশ্বমানের ওয়েব ডিজাইন প্রশিক্ষন দিয়ে আসছেন।আপনাকে একজন দক্ষ ওয়েব ডিজাইন হতে হলে এসবের পাশাপাশি বাইরের সাইট গুলো দেখতে হবে।চলুন তাহলে পরিচিত হওয়া যাক এসব সাইট গুলোর সাথে।
তার আগে একটা কথে বলে রাখি।ওয়েব ডিজাইন শেখার পাশাপাশি বা আগে আপনার ফটোশপ ভাল ভাবে শিখতে হবে যা আপনার ডিজাইনের জন্য খুব ই জরুরী।
একজন দক্ষ ওয়েব ডিজাইনার হতে হলে আপনাকে পর্যায়ক্রমে নিম্নোক্ত প্রগ্রামিং ভাষা গুলো শিখতে হবে
১।html
২।CSS
৩।Java script
৪।iQuery
৫।SQL
৬।PHP
বাংলা সাইটঃ
Webcoachbd.com :
সাইটটিতে প্রত্যেকটি প্রগ্রামিং ভাষা পর্যায়ক্রমে টিউটোরিয়াল আকারে দেওগা আছে যা আপনি খুব সহজেই বুঝতে পারবেন।তাদের একটি ফোরাম আছে যেখানে আপনি আপনার সমিওস্যা নিয়ে আলোচোনা করতে পারেন।কোড এডিটর প্যানেলও আছে এখানে।
designer.webcraftbd.com:
সাইটটিতে মুলত ফটোশপের উপরে বিভিন্ন টিউটোরিয়াল দেওয়া আছে।
Alhera multymedia
আপনি যদি সিডি কিনে ওয়েব ডিজাইন শিখতা চান তাহলে Alhera multymedia এর সিডি গুলো সমগ্রহ করতে পারেন।তাদের টিউটোরিয়াল গুলো অসাধারণ।
বাইরের সাইট
W3 school:
ওয়েব ডিজাইনে W3 school এর কোন তুলনা হয় না এবং এটি বিশ্বব্যাপি সমাদৃত।তাদের একটি শক্তিশালী এডিটর প্যানেল এবং ফোরাম আছে।এমন কি এখানে পরীক্ষয়া দিয়ে সাটিফিকেট পর্যন্ত পাওয়া যায়।
Quackit.com
কেন জানি এই সাইটটি আমাদের বেশি ভাল লাগে।টিউটোরিয়াল গুলো বেশ সাধারণ ভাবে দেওয়া আছে।
এছাড়াও ওয়েব ডিজাইন শেখার হাজার হাজার সাইট আছে কিন্তু আমাদের মনে হয় প্রাথমিক ভাবে এই সাইট গুলো থেকেই শেখা ভাল হমে।তারপর ও আপনি যদি কোন সাইট যানেন অবশ্যই নিচে মন্তব্য করে আমাদেরকে জানিয়া দিন।আর আপনি ইছা করলেই এই সাইটের একজন সম্মানিত লেখল হতে পারেন।এই সাইটের এ্যথর হতে হলে এখানে ক্লিক করুন।
ধন্যবাদ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন