৮.৩.১৩

এস ই ও চেইন টেক ১৮|অফপেজ অপটিমাইজেশন|কমেন্ট করে ব্যাক লিঙ্ক নেবার উপায়

আগের টিউটোরিয়ালে আমরা দেখেছি সহজ পদ্ধতিতে কিভাবে ব্যাক লিঙ্ক পাওয়া যেতে পারে।আজ আমরা দেখব কমেন্ট করে ব্যাক লিঙ্ক নেবার উপায়।মন্তব্য করে ব্যাক লিঙ্ক নেওয়া একটি সহজ উপায় এবং এটি অনেক আগে থেকে ব্যাবহৃত হয়ে আসছে।মন্তব্য করে আপনার সাইটের লিঙ্ক জুরে দিলে আপনি একটি ব্যাক লিঙ্ক পাবেন যদি সাইটের এ্যডমিন আপনার মন্তব্যটি গ্রহন করে এবং প্রকাশ করে।







এটি ব্যাক লিঙ্ক ম্যানেজ করার সবচেয়ে সহজ উপায় বলে অনেকে অবাঞ্চিত মন্তব্য করে লিঙ্ক নেবার চেষ্টা করে।বর্তমানে প্রায় সকল সাইটেই মন্তব্য এ্যপ্রুভ হলে তবে তা প্রকাশ করা হয়।এটি শুধু মাত্র স্পামারদের জন্য করা হয়েছে।এমনকি ব্লগারে মন্তব্য এ্যপ্রুভের ব্যাবস্থা আছে।তাহলে মন্তব্য করার সময় আপনাকে চেষ্টা করতে হবে এ্যডমিন যেন বুঝতে না পারে যে আপনি ব্যক লিঙ্কের জন্য মন্তব্য করেছেন।এই অবস্থায় কিছু টিপস অনুসরন করলে আপনার মন্তব্য এ্যপ্রুভ হবার সম্ভাবনা বেড়ে যায়।আর আমরা আজ এ বিষয় নিয়েই আলোচোনা করব।


ব্যাক লিঙ্ক ম্যানেজ করার আগে আপনার ব্রাউজারে এ্যলেক্সা টুল্ বার নিয়ে নিন।এই টুল বারের সাহায্য আপনি যে কোন পেজ অপেন হবার সাথে সাথে পেজ র‌্যাঙ্ক,এ্যলেক্সা র‌্যাঙ্ক জানতা পারবেন।সহ আরো কিছু বুক মার্ক বাটন আছে।


১।আপনার সাইটের সাথে রিলেটেড এমন সাইট গুলো সার্চ করুন।এর ফলে একদিকে আপনি কোয়ালিটি ব্যাক লিঙ্ক পাবেন সাথে সাথে প্রচুর ভিজিটর পাবেন।

২।এ্যঙ্কর টেক্সট এর সাহায্যে ব্যাক লিঙ্ক নেবার চেষ্টা করুন।নিচের কোড টি ব্যবহার করতে পারেন।



<a href='আপনার সাইটের এ্যড্রেস'>মন্তব্য</a>
৩।প্রথমে লেখাটি ভাল ভাবে এক নজর পড়ে নিন এবং মন্তব্য করুন

৪।কয়েকটা শব্দে না লিখে  কয়াকটা লাইনে মন্তব্য দিলে ভাল হয়।

৫।আপনি কারো মন্তব্যের উত্তর দিতে পারলে আপনার এ্যপ্রুভ হবার সম্ভাবনা অনেক।

৬।সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় তা হল আই ডি।আপনার নিজের আসল এড্রেস দিন।এ্যনোনোমাস দিলে এ্যপ্রুভ হবার সম্ভবনা খুব কম।

৭।আপনার মন্তব্য সাবমিট করার পরে তা এ্যপ্রুভ হবার জন্য অপেক্ষয়া করতে হবে।

৮।যেখানে মন্তব্য করেছেন তার এ্যড্রেস টা নোট প্যাডে রেখে দিন।কারন পেজটা পিং করতে হবে।পিং করা মানে সার্চ ইঞ্জিনকে জানাতে হবে যা এই পেজ টার আপডেট প্রয়োজন।সার্চ ইঞ্জিন ক্রল না করলে আপনার ব্যাক লিঙ্ক কাউন্ট হবে না।

৯।পিং করার জন্য আমরা সাধারনত pingfarm ব্যাবহার করে থাকি।এর মাধ্যমে আপনি জানতে পারবেন আপনি ব্যাক্ লিঙ্ক পেয়েছেন অথবা না,নোফলো অথবা ডুফলো লিঙ্ক কিনা।

আজ এ পর্যন্ত।আগামিতে আমরা দেখব ফ্রী পেজ বানিয়ে খুব সহজেই কিভাবে ব্যাক লিঙ্ক পাওয়া যায়।

পরবর্তি টিউটোরিয়াল


ইমেইলের মাধ্যমে প্রতিদিনের আপডেট নিন

Follow us!

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার বন্ধুকে জানান

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More